ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৬ অগ্রহায়ণ ১৪৩১
সেবার ব্রতে চাকরি” বান্দরবানে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১১ জন প্রার্থী,
অসীম রায়, বান্দরবান
প্রকাশ: Friday, 29 November, 2024, 11:57 PM

সেবার ব্রতে চাকরি” বান্দরবানে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১১ জন প্রার্থী,

সেবার ব্রতে চাকরি” বান্দরবানে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১১ জন প্রার্থী,

শুক্রবার  বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাউছার পিপিএম (বার) মহোদয়ের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রিষ্টাব্দ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে টিআরসি নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ খ্রিষ্টাব্দ পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১১ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়। 


প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি  মোঃ শহিদুল্লাহ কাউছার পিপিএম (বার) মহোদয়, হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং নিয়োগ বোর্ডের সদস্য  মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী জেলা, মোহাম্মদ বেলায়েত হোসেন-পিপিএম সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা।


পুলিশ সুপার বলেন -প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। বান্দরবান পার্বত্য  জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। প্রার্থীরা বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 


তিনি আরও  বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা, দেশপ্রেম এবং নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।


এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status