চিলমারী উপজেলাতে "ইসকন" নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ এবং পথসভা
নতুন সময় প্রতিনিধি
|
চিলমারী উপজেলাতে সন্ত্রাসী সংগঠন "ইসকন" নিষিদ্ধের দাবিতে ও চট্টগ্রামের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আজ ২৯-১১-২০২৪ ইং (শুক্রবার) বাদ আছর। চিলমারী থানাহাট বাজার বড় মসজিদ থেকে আলেম/ওলামা ও ছাত্র/জনতার উদ্যেগে এক বিশাল বিক্ষোভ এবং পথসভা সম্পন্ন হয়েছে। ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাস মুক্তির দাবিতে বিক্ষোভ পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সমর্থকদের (অভিযোগকৃত) দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড। এই হত্যাকান্ডে চট্টগ্রামের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠে এসেছে। উক্ত হত্যাকান্ডকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় নানা রকম চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে। পথসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের নিষিদ্ধ সংগঠনের প্ররোচনায় ইসকন গোষ্টিরা আমার ভাইকে শহীদ করেছে! আমরা এর হিসাব চাই। তারা আমাদের একজন কে অন্যায়ভাবে হত্যার চেষ্টা করলে আমরা লাখো ভাই রুখে দাড়াতে সক্ষম। আরও বলেন, এর সাথে ঐ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে এই দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |