ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ ৯ মাঘ ১৪৩১
বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী প্রতিবন্ধী স্বামী, স্ত্রীর আকুল আবেদন
শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 29 November, 2024, 11:50 PM

বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী প্রতিবন্ধী স্বামী, স্ত্রীর আকুল আবেদন

বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী প্রতিবন্ধী স্বামী, স্ত্রীর আকুল আবেদন

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুফিয়া বেগম। জনপ্রতিনিধিদের কাছে নিজের অসহায়ত্বের কথা বললেও মেলেনি কোনো সহায়তা। মাথার উপর ভেঙ্গে পড়া শঙ্কা নিয়ে কোনমতে দিন পার করছেন তিনি। 

উপজেলার রায়গঞ্জ পৌরসভার বেতুয়া গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম। তার স্বামী গোলাম হোসেন এক সময় বহুতল ভবনে রঙের কাজ করে চলাতেন সংসার। একমাত্র মেয়েকেও দিয়েছেন বিয়ে। 

গত বুধবার (২৭ নভেম্বর) রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী গোলাম হোসেন ও তার স্ত্রী সুফিয়া বেগমের সাথে দেখা মেলে। এক সময়ের উপার্জনক্ষম স্বামীর চিকিৎসা আর সংসারের খরচ যোগাতে উপজেলা পরিষদ চত্বরে অন্যের কাছে অর্থ চেয়ে সহায়তা চাচ্ছেন তাঁরা।

পরবর্তীতে সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায়, অভাবের সংসারে একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে হঠাৎ স্টোক জনিত কারণে গোলাম হোসেন প্যারালাইস হয়ে বিছায় পড়ে আছে।

স্ত্রী সুফিয়া বেগমের বয়স্ক ভাতা আর অন্যের কাছে হাত পেতে সামান্য অর্থেই কোন রকমে চলে তাদের সংসার। যেখানে অনাহারে নিজের টিকে থাকায় ধায় সেখানে  প্রতিবন্ধী স্বামীকে নিয়ে অকুল পাথারে পড়েছেন প্রায় ৬৫ বছরের এ দম্পত্তি। 

স্থানীয় স্বেচ্ছাসেবী সবুজ শেখ  জানান, পরিবারটি খুব অসহায়। টাকার অভাবে প্রায় ৬ মাস ধরে বিছানায় কাতরাচ্ছেন প্রতিবন্ধী গোলাম হোসেন। হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে একটি জীবন। স্ত্রী ফিরে পাবে স্বামীর ছায়াতল।

সুফিয়া বেগম বলেন, অন্যের দুয়ারে হাত পেতে আমার পক্ষে সম্ভব হয়নি স্বামীর উন্নত চিকিৎসা। স্থানীয়ভাবে ডাক্তার-কবিরাজ দেখালেও কোনো সুফল মেলেনি। গত ছয় মাস ধরে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কোমর থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবশ হয়ে গেছে। এছাড়া পেশার স্টকসহ অন্যান্য রোগব্যধির কারণে বিছানা এখন নিত্যসঙ্গী। এ দিকে চিকিৎসা ব্যয় কত হতে পারে জানতে চাইলে বলেন, দীর্ঘমেয়াদি এ চিকিৎসায় অন্তত ৪ লক্ষ  টাকার মতো খরচ হবে।

এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: ইলিয়াস হাসান শেখ জানান, প্রতিবন্ধী গোলাম হোসেনের বিষয়ে আমি অবগত আছি। খুব দ্রুতই তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড  দেওয়া হবে। এ ছাড়াও তিনি আবেদন করলে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status