ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সম্পর্কে যে বিষয়গুলো মেনে নেওয়া উচিত নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 March, 2024, 12:53 PM

সম্পর্কে যে বিষয়গুলো মেনে নেওয়া উচিত নয়

সম্পর্কে যে বিষয়গুলো মেনে নেওয়া উচিত নয়

সম্পর্ক গড়ে তোলার প্রথম শর্ত পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস। সঙ্গীকে তার যোগ্য সম্মান প্রদান করা। এক্ষেত্রে পরস্পরের প্রতি প্রত্যাশাও থাকে অনেক বেশি। একে অপরের প্রতি সমান টান থাকলে সেই সম্পর্ক হয়ে ওঠে সুন্দর ও স্থায়ী। অনেক সময় সম্পর্কের খাতিরে কিছু বিষয়ে ছাড় দিতে হয়। কিন্তু, এমন কিছু বেপার থাকে যেগুলো ছেড়ে দিলে সম্পর্কটাই হুমকির মুখে পরে যাবে। তাই সম্পর্ক ভালো রাখতে কিছু বিষয় মেনে না নেওয়াই উচিত। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-

১. বিশ্বাসঘাতকতা
একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য বিশ্বাসঘাতকতাই যথেষ্ট। সম্পর্কে কিছু ঘটলে সেখান থেকে বের হয়ে আসা উচিত। তাই সঙ্গী বিশ্বাসঘাতকতা করেছে কি না সে বিষয়ে নিশ্চিত হোন। কখনো সন্দেহের বশে সিদ্ধান্ত নেবেন না। এরকম কিছু ঘটলে প্রথমে তার সঙ্গে সরাসরি কথা বলুন। যদি সত্যতা পান তখন সিদ্ধান্ত নিন। সম্পর্কে বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেবেন না।

২. অসম্মান
সঙ্গীর অসম্মানজনক আচরণ মেনে নেবেন না। নিয়মিত সবার সামনে এভাবে হেয় করতে থাকলে তা আপনার আত্মসম্মান নষ্ট করে দেবে। সঙ্গী আপনার আবেগকে মূল্যায়ন না করে এবং আপনার উদ্বেগকে উপেক্ষা করে। তাহলে বুঝে নেবেন আপনাদের সম্পর্কে পারস্পরিক সম্মানের অভাব রয়েছে। আর যে সম্পর্কে সম্মান নেই তার ভবিষ্যৎও নেই।

৩. প্রতারণা
অসৎ ও গোপনীয়তা প্রতারণার লক্ষণ প্রকাশ করে। বিশ্বাসঘাতকতা সম্পর্ক নষ্ট করে। সঙ্গী হিসেবে একজন প্রতারক কখনো উত্তম হতে পারেন না। মনে রাখবেন, প্রেম ও প্রতারণা পাশাপাশি চলতে পারে না।

৪. শারীরিক ও মানসিক নির্যাতন
এটি এমন একটি অন্যায় যা একবার ঘটার সুযোগ পেলে বারবার ঘটতে থাকে। আপনি যদি এর প্রতিবাদ না করেন তবে নিশ্চিত থাকুন এর পুনরাবৃত্তি হবেই। আপনার সঙ্গী যদি সারাক্ষণ আপনাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে, তবে এখনই সময় তার প্রতিবাদ করার। এই ধরনের নির্যাতন কখনো মেনে নেবেন না।

৫. প্রিয়জনদের থেকে বিচ্ছিন্নতা
সঙ্গী কি আপনাকে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। অথবা অন্যান্য ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে অনিরাপদ হয়ে উঠেছে। যদি তাই হয় তাহলে সেটিকে যত্ন এবং অধিকার হিসাবে ব্যাখ্যা করবেন না। কারণ, সে আপনার সম্পর্কগুলোকে ম্যানিপুলেট করা এবং আশেপাশে কাউকে থাকতে না দেওয়ার জন্যই এমনটা করছে। তাই সঙ্গীর পাশাপাশি আপনজনদেরও জায়গা ঠিক রাখুন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status