উত্তাল পাকিস্তান: বুশরা বিবির খবর নেই!
নতুন সময় ডেস্ক
|
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের রেড জোন ডি চক থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের ওপর কয়েক রাউন্ড গুলি ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এমনকি ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে একটি গাড়িবহর ডি চকে পৌঁছানোর আগে বাধার মুখে পড়ে। তিনি এখন কোথায় আছেন সে বিষয়ে কোন খবর নেই পিটিআই’র কাছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের মুক্তির দাবিতে সমর্থকদের সঙ্গে নিয়ে ডি চকের দিকে আসছিলেন স্ত্রী বুশরা বিবি। বুশরা বিবির নেতৃত্বে একটি গাড়িবহর ডি চকে পৌঁছানোর আগেই নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধার মুখে পড়ে। ঘণ্টাব্যাপী টিয়ারশেল নিক্ষেপ ও দফায় দফায় গুলি ছুড়লে ডি চকে আর পৌঁছাতেই পারেননি ইমরানের স্ত্রী। তিনি কোথায় সে বিষয়ে পিটিআই এর মিডিয়া কর্মকর্তার কাছে কোন তথ্য নেই। পিটিআইর মিডিয়া কো-অর্ডিনেটর জানান, বুশরা বিবি এখন কোথায় আছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না। এরই মধ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এর আগে বিকেলে হাজার হাজার বিক্ষোভকারী ডি-চকে অবস্থান নেয়ার পর আধাসামরিক বাহিনী রেঞ্জাররা সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলি করে। এরপর তারা রেড জোনে প্রবেশ পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা কোথায় গেছে সে বিষয়ে কেউ কিছু জানে না। সেখানে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গেছে। কোন বিক্ষোভকারীকে দেখা যাচ্ছে না। এর আগে, প্রতিবাদকারীদের ডি চকে অবস্থান নিতে এবং পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে বলেছিলেন বুশরা বিবি। বুশরা আরও বলেন, ‘ইমরান খান বেরিয়ে এসে আমাদের কী করতে হবে তা না বলা পর্যন্ত আমাদের পরিকল্পনা পরিবর্তন হবে না।’ মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এরইমধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করে প্রশাসন। এমনকি দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেয়া হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |