ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
আমরা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো: লালমনিরহাটে টুকু
মিজানুর রহমান মিলন , লালমনিরহাট
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 9:39 PM

আমরা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো: লালমনিরহাটে টুকু

আমরা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো: লালমনিরহাটে টুকু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিপ্লবে বিপ্লব হয়ে যায় কিন্তু কিছু আগাছা থেকে যায়। এই আগাছা গুলোই পতিত হয়ে দেশে বিশৃঙ্খলা ও শয়তানি শুরু করে। আমরা বিএনপি এদের বিরুদ্ধে আছি, থাকবো এবং লড়াই করবো। গণতন্ত্র ফিরিয়ে আনবো।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর ) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমসাময়িক কালে আমরা বেশ কয়েকটি বিপ্লব দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, ইরাকে, মিশরে। এ ধরনের গণঅভ্যুত্থানের পর যেখানে পুলিশ থাকে না সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক।

তিনি আরও বলেন, ১৬ বছর শেখ হাসিনা সরকারের আমলে আমাকে মামলা দিয়েছিলেন। এসব মামলা আমি কখনোই মেনে নেইনি। তারা যে অন্যায় করেছে তাদের শাস্তি তারা নিজেই পেয়েছেন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উক্ত খেলায় দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশ ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি একাদশ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status