রাজশাহীতে ভুয়া ডিজিএফআই গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
রাজশাহীতে ভুয়া সেনা কর্মকর্তা (ডিজিএফআই) সেজে প্রতারণার অভিযোগে গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) তিনি মামলার ভয় দেখিয়ে শাওন আহমেদ (২৯) নামের এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে র্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। মামলা থেকে বাঁচানোর কথা বলে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে ২৩ নভেম্বর মাহিম আবার শাওনকে ফোন করে নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দেন এবং রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেন। শাওনের অভিযোগের ভিত্তিতে র্যাব এ বিষয়ে তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা পায়। এরপর মাহিমকে গ্রেফতার করে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আলামত জব্দ করা হয়। শাওন এ ঘটনায় মাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |