ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সন্ত্রাসী হামলার বিচার চেয়ে কাশিমপুরে সংবাদ সম্মেলন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 9:14 PM

সন্ত্রাসী হামলার বিচার চেয়ে কাশিমপুরে সংবাদ সম্মেলন

সন্ত্রাসী হামলার বিচার চেয়ে কাশিমপুরে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাশিমপুরে মাহাবুব গ্রুপের ফ্রোজেন ফুড ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার চেয়ে ভুক্তভোগী কর্মকর্তারা এক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফ্যাক্টরির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে মাওলানা ইদ্রিস আলী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকালে মো. মালেক মালুর নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী ফ্যাক্টরিতে (কারখানায়) ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ হামলায় ফ্যাক্টরির প্রায় ৫৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি-সহ আরও চারজন গুরুতর আহত হন।

ভুক্তভোগীরা দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে নারী ও পুরুষ মিলিয়ে ১১ জন আহত হয়েছেন দাবী ভূক্তভূগীদের। আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলাকারীরা দ্বিতীয় দফায় মারধর করেন বলে অভিযোগ তোলা হয়।

নারীদের ওপর হামলা আরও গুরুতর ছিল বলেও জানানো হয় সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত আহত নারীরা কান্নাজড়িত কণ্ঠে জানান, হামলার ভয়াবহতায় তারা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। অনেকেই হাঁটাচলার সক্ষমতা হারিয়েছেন।

ভুক্তভোগীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, আমরা আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আবেদন, আমাদের সুরক্ষা দিন এবং ন্যায্য বিচার নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবিল উদ্দিন মৃধা, কাবিল মোল্লা, আব্দুল মৃধা, শাহজাহান, জসিম মোল্লা, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হোসেন-সহ আরও অনেকেই।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত পূর্বক দ্রুত গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সম্মেলনকারী ভূক্তভূগীরা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status