ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতবি
নতুন সময় ডেস্ক
|
এবার আদানি গ্রুপের ঘুষ কেলেঙ্কারি নিয়ে তুমুল হট্টগোলের জেরে ভারতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন দুই দিনের জন্য মুলতবি করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) শীতকালীন অধিবেশনের শুরুর দিন বিরোধী দল কংগ্রেসের জনপ্রতিনিধিরা আদানি আর মনিপুর নিয়ে আলোচনার দাবি তোলেন। সরকারি এমপিদের বিরুপ মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। বেগতিক পরিস্থিতিতে এক ঘন্টা স্থগিতের পর অধিবেশন শুরু হলে বিভিন্ন বিষয়ে আবার তুমুল হট্টগোল শুরু হয়। অধিবেশন আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন রাজ্যসভার স্পিকার। ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের বিরুদ্ধে গত সপ্তাহে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। মামলায় বলা হয়েছে, মোদি সরকারকে ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি। যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। আদানি নিয়ে আলোচনা করতে চাওয়ায় পার্লামেন্টে অধিবেশন মুলতবির ঘটনায় বিস্ময় প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিকে, সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে জাতির উদ্দেশ্যে ভাষণে বরাবরের মতোই বিরোধী দল কংগ্রেসের প্রতি কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, হাঙ্গামা আর গুন্ডামি করে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন কংগ্রেস এমপিরা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |