চুমু ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম, ফাটবে না ঠোঁট!
নতুন সময় ডেস্ক
|
শীত পরলেই পকেটে ব্যাগে উপস্থিতি ভেজলিন, বোরোলিন কিংবা লিপ বামের। ঠোঁট ফাটা থেকে বাঁচতে এগুলো একেবারেই মাস্ট। কিন্তু জানেন, আপনি যদি নিয়মিত গভীর চুম্বনে মিশে থাকেন, তাহলে শীতে ঠোঁট ফাটবে না! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। উত্তরের হাওয়া এখন শহরের আনাচ-কানাচে ছড়িয়ে পড়েনি। কিন্তু অনেকেই ইতোমধ্যেই ত্বকে শীতের টান ভাব অনুভব করছেন। অনেকেরই ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা। আর চুম্বন ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর ঠোঁটঠাসা চুম্বনে রক্তসঞ্চালন বাড়ে। আর এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। শুধু এখানেই শেষ নয়, চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে, তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর শুষ্কতা দূর হলেই ঠোঁট ফাটবে কম। বিশেষজ্ঞরা আরো বলেছেন, চুমু খাওয়ার সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তারপর কিছুক্ষণ পর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এরকম লিপ এক্সারসাইজেই ঠোঁটের চামড়া নরম হবে। তবে হ্য়াঁ, রাতে শোয়ার আগে একটু ভেজলিন বা বোরোলিন মেখে নিলে, ঠোঁট আরও সুন্দর হয়ে উঠবে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |