ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
মসজিদে চুরি : আমি পেশাদার চোর নই, মায়ের জন্য চুরি করলাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 October, 2023, 1:07 AM

মসজিদে চুরি : আমি পেশাদার চোর নই, মায়ের জন্য চুরি করলাম

মসজিদে চুরি : আমি পেশাদার চোর নই, মায়ের জন্য চুরি করলাম

চুয়াডাঙ্গার জীবননগর দৌলৎগঞ্জ থানা জামে মসজিদে চুরির পর এক চোর চিরকুটে লেখেছেন,‘আমি পেশাদার চোর নই। মা খুবই অসুস্থ, মায়ের জন্য চুরি করিলাম।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে জীবননগর এলকায় এই চু‌রির ঘটনা ঘ‌টে। এর আগে চোর মসজিদের সামনের গ্লাসের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে গিয়ে রক্তাক্ত হন। চোর চুরি শেষে ওই চিরকুট লিখে মসজিদে রেখে যান।

চিরকুটে লিখে যান, ‘আমি পেশাদার চোর নই, আমার মা খুবই অসুস্থ, মায়ের জন্য চুরি করিলাম। আমাকে সবাই মাফ করে দিবেন, আমি এইচএসসি পাশ। কিন্তু জীবনে কিছু করতে পারিনি।’

চোর মসজিদের রশিদ বই, সাউন্ড সিস্টেম, ইয়ারফোন ও মাইক সেটের বিশেষ অংশ চুরি করে নিয়ে যান। চোর ঘটনার সময় মসজিদের বাইরে থাকা দান বাক্সটি ভাঙ্গার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, দৌলৎগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন প্রতিদিনের মতো শনিবার ঈশার সময়ে মসজিদের ইবাদত বন্দেগি শেষে মসজিদের দরজা তালাবদ্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে রোববার ফজর নামাজের আজান দিতে গিয়ে মসজিদের মোয়াজ্জিন আরাফাত হোসেন দেখতে পান যে, মসজিদের গ্লাসের তালা ভাঙ্গা এবং পাশে রক্ত পড়ে আছে। মসজিদের ভেতরে প্রেবশ করে দেখন বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে এবং দান বাক্স ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। পরে মসজিদের একে একে মুসল্লিরা আসে এবং ঘটনা দেখে ও শোনে। মসজিদের চুরির ঘটনা এবং মসজিদের ভেতরে রক্তাক্ত দেখে সবাই প্রথমদিকে আতঙ্কিত হয়ে পড়েন।

মসজিদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ঘটনার পর আমরা চোরকে খোঁজাখুঁজি করতে থাকি। হাসপাতালে গিয়ে জানতে পারি এক যুবক গুরুতর রক্তাক্ত অবস্থায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠানো হয়েছে। তবে তার নাম হাসপাতালে আপন বলে পরিচয় দিয়েছে। তার বাড়ি কখনো হাসাদহে ও কখনো কোটচাঁদপুর বলে জানিয়েছে। পরে জীবননগর থানা পুলিশ আমার মসজিদ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হোসেন বলেন, চোরকে সনাক্ত করে মালামাল উদ্ধার করা হয়েছে। চোরকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে চোর হিসাবে সনাক্ত করা যায়নি। তার অস্বাভাবিক আচরন ছিল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসক যশোর সদর হাসপাতালে রেফার করেছে বলে জেনেছি। ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status