রোনালদোর আরেকটি ‘উদ্ভট ভাস্কর্য’
নতুন সময় ডেস্ক
|
গ্রেট প্লেয়ারদের সম্মান জানাতে বিশ্বের নানা প্রান্তে স্থাপিত হয় তাদের ভাস্কর্য। ক্রিস্টিয়ানো রোনালদোরও অনেক মূর্তি স্থাপিত হয়েছে। পর্তুগিজ সুপারস্টারের সবশেষ ভাস্কর্যটি স্থাপিত হয়েছে ইরানের রাজধানী তেহরানের একটি হোটেলে। ক্রীড়া গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, স্থাপিত ভাস্কর্যটির সঙ্গে কোনো মিলই নেই রোনালদোর। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলতে ইরান সফর আল নাসর এফসি। সফরে গিয়ে তেহরানের এসপিনাস প্যালেস হোটেলে অবস্থান করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ আল নাসরের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। পর্তুগিজ সুপারস্টারের পদচারণা স্মরণীয় রাখতে হোটেলের লবিতে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, হোটেল লবিতে স্থাপিত রোনালদোর ভাস্কর্যটির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। এমনই একটি উদ্ভট মূর্তি দিয়ে আল নাসর তারকাকে স্বাগত জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আল নাসর এফসির হলুদ জার্সি পরিহিত ভাস্কর্যটিতে রোনালদোর অবয়ব দেয়ার চেষ্টা করা হলেও কিঞ্চিৎই মিলেছে। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, রোনালদোর মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে থাকার ভাস্কর্যটি দেখলে যে কারোরই হাসি পাবে। ২০১৭ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি ‘উদ্ভট ভাস্কর্য’-এর ছবি ভাইরাল হয়েছিল। পর্তুগালের মাদেইরা শহরের বিমানবন্দরে স্থাপিত সেই ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যটিও রোনালদোর অবয়বের সঙ্গে মিল ছিল না। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |