মুরাদের হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দাপট
|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলাভেনের বিপক্ষে ব্যাটে-বলে দুই বিভাগেই দাপট দেখিয়েছে টাইগাররা। বিশেষ করে হ্যাটট্রিক করে সব আলো নিজের করে নিয়েছেন স্পিনার হাসান মুরাদ। তার হ্যাটট্রিকে দাপট দেখিয়ে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। রানের দেখা পান লিটন দাস, জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদের সুযোগ দিতে নিজের ইচ্ছায় নির্বাসনে যান। লিটন ৩১, জাকের ৪৮ ও অঙ্কন ৪১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতের নেমে প্রথম দিনে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনে বল হাতে দাপট দেখান টাইগার বোলাররা। দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের তোপে ধুঁকতে থাকে ক্যারিবিয়ান ব্যাটাররা। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মাত্র ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পর পর তিন বলে নেওয়া তার উইকেটগুলো যদিও টেল এন্ডারদের। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন বাঁহাতি ব্যাটার ন্যাথান এডওয়ার্ডকে। তৃতীয় বলে আরেক বাঁহাতি নাভিন বাইদাসিকেও একই রকম ডেলিভারিতে করেন বোল্ড। চতুর্থ বলে ডানহাতি চাইম হোল্ডার এলবিডব্লিউ হলে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন মুরাদ। এতে ৯ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে দিন শেষ করে ও ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট ইলাভেন। ক্যারিবিয়ানদের পক্ষে কিমানি মিলিউস করেন সর্বোচ্চ ২৩ রান। এছাড়া জ্যাস্টিন গ্রেভস ২০ ও ড্যানিয়েল ব্যাকফোর্ড নেন ১৯ রান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |