মালদ্বীপের বিপক্ষে হেরেই গেল বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
আক্রমণে আধিপত্য করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলল না জালের দেখা। প্রথমার্ধে হজম করা গোলও তাই আর শোধ দিতে পারল না বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে তাই হারের মতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিক দলকে। ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ১৮তম মিনিটে মালদ্বীপের হয়ে গোলটি করেন আলি ফাসির। এর আগে গত বছর মালদ্বীপের বিপক্ষে সবশেষ দেখায় এএফসির বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। সব মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে টানা তিন ম্যাচ অজেয় থাকার পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। অন্যদিকে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেই জয়ের স্বাদ পেল মালদ্বীপ। নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন ডিফেন্ডার তপু বর্মন। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হলো ডিফেন্ডার শাকিল আহাদ তপুর। শুরু থেকে আক্রমন শানান শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় জালের দেখা পায়নি। উল্টো ম্যাচের অষ্টাদশ মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা ফ্রি কিকে জোরালো হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন আলি ফাসির। বিরতির খানিক আগে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেলের বাঁ পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিন পরিবর্তন আনে বাংলাদেশ। সোহেল, কাজেম আল কোরেশি ও ফাহিমকে তুলে চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মজিবুর রহমান জনিকে নামান কাবরেরা। কিন্তু তাতেও মেলেনি কাঙ্খিত সাফল্য। একই ভেন্যুতে আগামী শনিবার হবে দ্বিতীয় ম্যাচ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |