কুড়িগ্রামে কবি রাধাপদের ওপর হামলা
নতুন সময় ডেস্ক
|
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি খ্যাত পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কবির ছেলে যুগল রায় বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পথরোধ করে শনিবার সকালে রাধাপদ রায়ের ওপর হামলা চালান মো. রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ভাই। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে। যুগল রায় বলেন, পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালিয়েছে রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা কীভাবে মেরেছে, তা বলে শেষ করতে পারব না। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচারের দাবি করছি। এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি। উনি বেড পাননি, পরে বেডের ব্যবস্থা করে দিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |