ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৬ কার্তিক ১৪৩২
বেসিসকে অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 May, 2021, 11:55 AM
সর্বশেষ আপডেট: Saturday, 29 May, 2021, 2:08 PM

বেসিসকে অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রুল

বেসিসকে অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রুল

দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের অ্যাপেক্স বডি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ পরিবর্তন করে সময় বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।


অনেক আগেই বেসিসের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মহামান্য হাইকোর্টের কাছে অ্যাড-হক (Ad-hoc) কমিটি গঠনের নির্দেশনার আবেদন করে বেসিসের সাধারণ সদস্য ও এলিয়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে গত ০৪/০৫/২০২১ ইং তারিখে ৪৪৮৬/২০২১ একটি রিট আবেদন করেন তিনি।


শুনানি শেষে কোনো আইনি কর্তৃত্ব ও প্রক্রিয়া ছাড়াই বেসিসের নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানোর ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক, বাণিজ্য সংগঠন (DTO)-কে উক্ত আদেশ জারির দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের আদালত। মামলার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট এহসানুল কাইয়ুম।


এ প্রসঙ্গে বেসিসের সাধারণ সদস্য এবং এলিয়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ বলেন, দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন ও অ্যাপেক্স বডি হলো বর্তমান বেসিস। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এ সংগঠনটি, ভবিষ্যতেও রাখতে পারবে। এই সংগঠনই যদি অনিয়মের মধ্যে চলে তাহলে কিভাবে হবে! আমাদের প্রিয় সুনামধন্য সংগঠন বেসিসকে অনিয়মের মধ্যদিয়ে চলতে দেওয়া যায় না। যদিও বেসিসের বর্তমান নির্বাহী কমিটির যথেষ্ট অনিয়ম লক্ষ্যনীয়। যাহা সম্পূর্ণ অবৈধ, বেআইনী ও আইন পরিপন্থি। তাদের (বর্তমান নির্বাহী কমিটি) একের পর এক অনিয়ম ও অবৈধভাবে ক্ষমতায় থাকার মনোবৃত্তি ও স্বেচ্ছচারিতাকে আর সামনে এগুতে দেওয়া যায় না।


তিনি বলেন, যেকোনো সংগঠনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সময়মত সংগঠনের AGM (বার্ষিক সাধারণ সভা) আর নির্বাচনের (Election) আয়োজন করা। দেশের সকল সংগঠনগুলোই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে। যেখানে সংগঠনের প্রত্যেক সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত, বুদ্ধি ও পরামর্শ দেওয়ার অধিকার পান। নির্বাচনের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দনীয় নির্বাহী কমিটি নির্ধারণ করে, এটা তাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকেও বেসিসের সম্মানিত সদস্যদের বঞ্চিত করা হয়েছে। যাহা বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ২৭ এবং ৩১ এর সুষ্পষ্ট লঙ্ঘন। তবে এটা স্পষ্টই প্রমাণিত যে, বেসিসের বর্তমান নির্বাহী কমিটি তাদের ক্ষমতার মেয়াদ বৃদ্ধি ও ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নির্বাচন পিছানোর টালবাহানা করছে, যার কোনো বৈধতা নেই।


বর্তমান নির্বাহী কমিটিতে অ্যাসোসিয়েট (Associate) ক্যাটাগরিতে যে নতুন পরিচালক পদে কো-অপ্ট (Co-opt) করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি।


অনিয়মের পর্যালাচনা করলে দেখা যাচ্ছে যে, বৈধতা হারানো বর্তমান নির্বাহী কমিটি আর্টিকেলের ১৪.৩, ১৪.৮, ১৪.৮, ১৪.৯, ১৪.১০, ১৪.১১, ১৬.১, ১৬.২, ১৬.৩, ১৬.৪, ১৮.২, ১৮.৪ ধারা লঙ্ঘিত হয়েছে। এমতাবস্থায়, গত ৩১ শে মার্চ, ২০২০ ইং তারিখের পর থেকে বৈধতা হারানো বর্তমান নির্বাহী কমিটি অদ্যাবধি সংগঠন পরিচালনার জন্য যে সকল কার্যকলাপ ও সিদ্ধান্তসমূহ নিয়েছেন তার সবকিছুই অবৈধ ও আইনসম্মত নয় এবং যাহা বাতিলযোগ্য বটে, দাবি করেন তিনি।


এ প্রসঙ্গে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির নতুন সময়কে বলেন, আদালতের রায়ের কপিতে উল্লেখিত ‘চেয়ারম্যান, ইলেকশন বোর্ড বেসিস’ বলতে বেসিসে কিছু নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status