বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে থেকেই মাঠ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সভায় অধ্যাপক কামাল হোসেন বলেন, ধানের শীষের পক্ষে জনগণের জোয়ার শুরু হয়ে গেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। জনগণ এবার পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায়ের শাসন চায়। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত বাগমারার মানুষকে উপযুক্ত নেতৃত্ব দিতে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দলকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির এ ধরনের গণসমাবেশ দলকে শক্তিশালী করতে সহায়ক হবে। তারা জানান, তৃণমূল পর্যায়ে নেতৃত্বের উপস্থিতি এবং নেতাকর্মীদের উৎসাহ দলীয় একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের গণসমাবেশ বাগমারার রাজনীতিতে নতুন রূপ, সমর্থকসংখ্যা বৃদ্ধি ও রাজনৈতিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |