ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান
রফিক মাহমুদম, উখিয়া, কক্সবাজার
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 9:53 PM

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান। তিনি দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন শিবিরে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল পর্যন্ত তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা, খাদ্য বিতরণ, জীবিকায়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-৪ এর এ-১ ব্লকে যান। সেখানে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত তথ্য নিবন্ধন কেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া, তথ্য হালনাগাদ ও পরিচয়পত্র ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন।

পরবর্তীতে সকাল ১১টায় তিনি ক্যাম্প-৪ এক্সটেনশনের এফ-১৮ ব্লকে অবস্থিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও জাতিসংঘের কর্মকর্তারা খাদ্য বিতরণের প্রক্রিয়া, সুবিধাভোগী নির্ধারণ ও কার্ড ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-১ ব্লকে যান, সেখানে জীবিকায়ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা নারী-পুরুষদের সেলাই প্রশিক্ষণ, পোশাক তৈরি এবং তৈরি পণ্য প্রদর্শনী প্রত্যক্ষ করেন ডেলরে মেজবোরিয়ান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথাও বলেন এবং তাদের কাজের প্রশংসা করেন।

দুপুর ১টার দিকে ক্যাম্প-১৮ এর এফ ব্লকে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক রোহিঙ্গাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক জীবনযাত্রা সম্পর্কে অতিথিকে অবহিত করেন। এ সময় ঐতিহ্যবাহী হস্তশিল্প, বাদ্যযন্ত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

তিনি দুপুর ২টার দিকে ক্যাম্প ওয়ান ওয়েস্টের সি-১৩ ব্লকে যান, যেখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম (ডিআরআর) পরিদর্শন করা হয়। সেখানে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা অতিথি গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন।

দিনশেষে বিকেল ৩টার দিকে বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিসহ ক্যাম্প-১ ইষ্টের ইনচার্জ কার্যালয়ে যান। ক্যাম্প ইনচার্জ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ক্যাম্প পরিচালনা, তদারকি ও সমন্বয় কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।

সেখানে জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান তাঁর সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা শিবিরে চলমান মানবিক সহায়তা, জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের মান, সমন্বয় ও মানবিক প্রয়াসে সন্তোষ প্রকাশ করেন এবং রোহিঙ্গা শিবির ত্যাগ করেন।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা জানান, বিদেশি প্রতিনিধিদের এই ধরনের সফর রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status