নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেফতার
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেফতার মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এন সেলিম (২৭) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা গ্রামের অজি উল্লাহ,র ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার জাহাঙ্গীরের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামী এন সেলিম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে বান্দরবান আদালতে পাঠানো হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |