নাফ নদীতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() নাফ নদীতে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে সাবরাং বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। গভীর রাতে মিয়ানমারের মংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত হলে দ্রুতগামী দুটি অত্যাধুনিক নৌযান মোতায়েন করা হয়। পরবর্তীতে নৌকাটি নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করলে বিজিবির সদস্যরা প্রযুক্তির সহায়তায় কৌশলগতভাবে নৌকাটিকে ঘিরে ফেলে। অভিযানকালে নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো চারটি পানি নিরোধক প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। আটককৃত মাদক কারবারীরা হলেন, চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত শুক্কুরের ছেলে আব্দুল হাফেজ (১৮), বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আলমের ছেলে রবি আলম (২৩) এবং ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে রেজু আলম (১৯)। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, বলেন, “বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে সীমান্তবর্তী জলসীমা ব্যবহার করে মাদক ও মানব পাচার কার্যক্রম রোধ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “রোহিঙ্গা পরিচয়ে যারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করছে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।” আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য এবং হস্তচালিত কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |