ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ৬ কার্তিক ১৪৩২
শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 18 October, 2025, 4:38 PM

শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম

শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের প্যাড ৭ নিয়ে এলো টেকটাইম

দেশের প্রযুক্তি বাজারে সম্প্রতি আগমন ঘটলো নতুন একটি ট্যাবলেটের। শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের এই ট্যাবলেটটি বাজারে এনেছে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। এই ব্রান্ডের প্যাড সিরিজ উচ্চ পারফরমেন্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য বেশি পরিচিত।

শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন এ বিষয়ে বলেন, বাংলাদেশে টেকটাইমের মাধ্যমে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব মডেল প্যাড সেভেন ফোর-জি এবং প্যাড সেভেন ওয়াইফাই, সাথে থাকছে স্মার্টওয়াচ, টিডাব্লিউএস এবং গেমিং ডিভাইস-সহ নতুন মডেলগুলো বাজারে উন্মোচন হচ্ছে যা আমাদের জন্য সম্মানের। বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য এবং নতুন প্রযুক্তি তুলে দেওয়া আমাদের লক্ষ্য। বাংলাদেশে শাওমি ব্ল্যাকশার্কের প্রসার এবং সম্প্রসারণে নেতৃত্ব দেওয়ার জন্য সাকিব আরাফাত এবং টেকটাইমের এক্সপেরিয়েন্স টিমকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।

শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর ডিজাইন এবং ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এর প্রধান আকর্ষণ হলো ১১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজুলেশন এফএইচডি+ (১৯২০ x ১২০০ পিক্সেল)। ডিসপ্লেটি আই-কেয়ার ফিচারসহ তৈরি। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ, ফলে স্মুথ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও চোখের ক্লান্তি কমায়।

প্রসেসর হিসেবে এতে মিড-রেঞ্জ পারফরমেন্সের মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। র‍্যাম অপশনগুলোতে ৬ জিবি (ওয়াইফাই ভার্সন) এবং ৮ জিবি (ফোরজি ভার্সন) রয়েছে। এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্টে এটি ৮ জিবি + ১৬ জিবি (ভারচুয়াল) পর্যন্ত করা যায়। স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ট্যাবটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। এটি সম্প্রতি লঞ্চ হওয়ায় লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। স্লিম ডিজাইন এবং লাইটওয়েট প্যাড ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার হওয়ায় এটি দীর্ঘ ব্যবহারের জন্য উপযোগী। অডিও সেক্টরে ডলবি অ্যাটমস সাপোর্ট থাকায় এর সাউন্ড কোয়ালিটি বেশ উন্নত।

টেকটাইমের মাধ্যমে এই ট্যাবলেটটি অনলাইন প্ল্যাটফর্ম দারাজ, পিকাবু, টেকটাইম, সুমাসটেক এবং রকমারি সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে। সাথে ওয়ারেন্টি এবং দ্রুত ডেলিভারি সুবিধা রয়েছে। টেকটাইমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা সাকিব আরাফাতের দূরদর্শিতায় টেকটাইম বাংলাদেশে গেমিং টেকের একসেস সহজ করে তুলছেন। গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার পাবেন। ভবিষ্যতে আরও উন্নত মডেল আসার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status