উজিরপুরের হারতায় অতিথি পাখিসহ অসাধু ব্যবসায়ী আটক, পাখি গুলো অবমুক্তি
এ এইচ অনিক
|
![]() উজিরপুরের হারতায় অতিথি পাখিসহ অসাধু ব্যবসায়ী আটক, পাখি গুলো অবমুক্তি এরপরে অতিথি পাখিগুলো সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। অভিযান সম্পর্কে বন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির জানিয়েছেন আসছে শিতের মৌসুম এসময় হাজার হাজার মাইল পাড়িদিয়ে জিবন বাচাতে এইসব অতিথি পাখিগুলো শিতের হাত থকে বাচার জন্য আমাদের দেশের বিভিন্ন বিল বাওরে আশ্রয় নিয়ে থাকেন। এসময় কিছু অসাধু পাখি শিকারির দল ফাঁদ পেতে পাখিগুলো শিকার করে। এবং গোপনে বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছে। এমন একটি তথ্যের ভিত্তিতে আমাদের আজকের এই অভিযান। এ-সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরেষ্ট গার্ড বদিউজ্জামান বাদল,গ্রাম পুলিশ মোঃ সেলিম শেখ সহ অন্য অন্য কর্মকর্তা গন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |