লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই: শক্তিশালী পারফরম্যান্স ও স্টাইলের অনন্য সমন্বয়
নতুন সময় ডেস্ক
|
![]() লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই: শক্তিশালী পারফরম্যান্স ও স্টাইলের অনন্য সমন্বয় ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ১৩তম জেনারেশনের Intel® Core™ i7-13620H প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৯ গিগাহার্জ গতিতে কাজ করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৬জিবি/৩২জিবি DDR5 5600MHz RAM এবং ১ টেরাবাইট SSD স্টোরেজ, যা মাল্টিটাস্কিং, গেমিং কিংবা ক্রিয়েটিভ প্রজেক্ট—সব ক্ষেত্রেই দেবে দ্রুততা ও স্থিতিশীলতা। ১৪ ইঞ্চি OLED ডিসপ্লে সমৃদ্ধ এই ডিভাইসটি ১০০% DCI-P3 কালার গ্যামাট ও TÜV Low Blue Light প্রযুক্তি সমর্থন করে, ফলে দীর্ঘ সময় কাজ করলেও চোখে ক্লান্তি আসে না। এছাড়া এতে রয়েছে 1080p প্রাইভেসি ক্যামেরা, Wi-Fi 6E, Bluetooth 5.2, ব্যাকলিট কীবোর্ড এবং সর্বশেষ Windows 11 Home অপারেটিং সিস্টেম—যা ব্যবহারকে করে তুলেছে আরও সহজ, সুরক্ষিত ও স্মার্ট। দৃঢ়তার দিক থেকেও সিরিজটি অনন্য। এটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা কিংবা কম্পনের মতো প্রতিকূল পরিস্থিতিতেও এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় Luna Grey রঙে। ২ বছরের ওয়ারেন্টিসহ নতুন Lenovo IdeaPad Slim 5i সিরিজটি এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, সকল শাখা ও অনুমোদিত ডিলার হাউসে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |