ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
আজকালের মধ্যেই সংরক্ষিত নারী আসনের এমপিদের গেজেট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 February, 2019, 3:10 PM

আজকালের মধ্যেই সংরক্ষিত নারী আসনের এমপিদের গেজেট

আজকালের মধ্যেই সংরক্ষিত নারী আসনের এমপিদের গেজেট

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশের জন্য কমিশন সচিবকে চিঠি দেয়া হয়েছে। রোববার অথবা সোমবার কমিশন থেকে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ইসির যুগ্মসচিব ও সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে ৪৯ নারী সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা করেন।

শনিবার কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং আসনের সমানসংখ্যক প্রার্থী থাকায় সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামসহ ৪৯ প্রার্থীর সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ৪, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন সংসদ সদস্য হয়েছেন।

তাদের নামের গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে। স্পিকার তাদের শপথগ্রহণের আয়োজন করবেন।

তবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেয়ায় সংখ্যানুপাতে প্রাপ্ত একমাত্র আসনটি স্থগিত রয়েছে। এ কারণে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন থাকলেও এ মুহূর্তে একটি আসন শূন্য থাকল।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জাতীয় পার্টির নবনির্বাচিত এমপিরা হলেন- সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

সংখ্যানুপাতে ৪৩ জন আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, নাহিদ ইজহার খান, খাদিজাতুল আনোয়ার, ওয়াশিকা আয়েশা খানম, কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তী চাকমা, আঞ্জুম সুলতানা, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম, শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী। এ ছাড়া সুলতানা নাদিরা, মিসেস হোসনে আরা, হাবিবা রহমান খান (শেফালী), জাকিয়া পারভীন খানম, শেখ এ্যানী রহমান, অপরাজিতা হক, শামীমা আক্তার খানম, ফজিলাতুন নেসা, রাবেয়া আলীম, তামান্না নুসরাত বুবলী, নার্গিস রহমান, মনিরা সুলতানা, মোসা. খালেদা খানম, সৈয়দা রুবিনা মিরা, কাজী কানিজ সুলতানা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, খন্দকার মমতা হেনা লাভলী, জাকিয়া তাবাসসুম, ফরিদা খানম (সাকী), রুশেমা বেগম ও সৈয়দা রাশেদা বেগম নির্বাচিত হয়েছেন।

অন্যদের মধ্যে রয়েছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন, আদিবা আনজুম মিতা, ফেরদৌসী ইসলাম জেসী, পারভীন হক সিকদার, খোদেজা নাসরীন আক্তার হোসেন, তাহমিনা বেগম, নাদিয়া ইয়াসমিন জলি ও রত্না আহমেদ।

এ ছাড়া অন্য দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান ও স্বতন্ত্র জোটের সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status