| 
			
							
			
			 গাজীপুরের গাছায় মারুফ খুন, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার-২ 
			
			ফাহিম ফরহাদ, গাজীপুর 
			
			
			 | 
		
			
			![]() গাজীপুরের গাছায় মারুফ খুন, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার-২ এরপর একদিনের ব্যাবধানে মামলা মূলে প্রধান আসামীসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনকে ঘটনা পর রাতেই গাছা থানা এলাকা থেকে গাছা থানা পুলিশ অপর জন রবিউলকে (প্রধান আসামী) ঝালকাঠি জেলা থেকে জিএমপি গোয়েন্দা দল গ্রেপ্তারে সক্ষম হয়। এর আগে স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আতাউল্লাহ'র ছেলে জামিল সিগারেট কোম্পানিতে চাকরির সুবাদে সে পৈত্রিক বাড়ির সামনে একটি দোকানে সিগারেটের বিল আনতে গেলে ওই দোকানের সামনে অভিযুক্ত রবির সাথে দেখা হয়। সূত্র মতে, তখন অভিযুক্ত রবি চাকু নিয়ে দলবল নিয়ে (এলাকায় প্রভাব বিস্তারে) ঘোরাফেরা করছিল, ভিকটিম জামিল (চাকুরীজীবী) প্রতিবাদ করলে আসামি রবির সাথে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে জামিলের বন্ধু মারুফ এসেও প্রতিবাদে সামিল হন। তর্কের জেরে একপর্যায়ে আসামি রবি ক্ষুব্ধ হয়ে জামিল ও মারুফ উগয়কে চাকু দিয়ে পার দেয়। পরে মারুফকে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সে মারা যায়। জামিল গুরুতর আহতাবস্থায় বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে। সত্যতা নিশ্চিত করে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, "কুনিয়া তারগাছ এলাকায় সোমবার রাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিহতের পরিবার কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।" তিনি জানান, "এ ঘটনায় সোমবার রাতে ঘটনার পর প্রথমে মামলার ২য় আসামী সাব্বিরকে গাছা থানা এলাকা থেকে ও ঘটনার পরদিন মঙ্গলবার (৪নভেম্বর) মামলার প্রধান আসামী রবিউল ওরফে সিগমা রবিকে ঝালকাঠি জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। গ্রেপ্তার মোঃ রবিউল ইসলাম ওরফে সিগমা রবি (২৪), পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোর এলাকার আলামিন হাওলাদারের ছেলে। গ্রেপ্তার মোঃ সাব্বির হোসেন (১৮), গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ তালেব মার্কেট এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ কার্যক্রম চলমান জানায় গাছা থানা পুলিশ।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
