| 
			
							
			
			 মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা 
			
			নতুন সময় প্রতিবেদক 
			
			
			 | 
		
			
			![]() মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, “৬৩ আসন ‘উইথ হোল্ড’ আছে। আমারটাও ‘অন হোল্ডই’ আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের মহাসচিব বলেছেন— এটা সম্ভাব্য তালিকা। পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।’  বিএনপির এই নেত্রী বলেন, ‘১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে। সে কারণেই ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।’  মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, ‘তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই একেকজন মনোনয়নপ্রত্যাশী এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বারে চলে আসেন। এত নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। সেটাও আমাদের সম্মান করতে হবে।’  নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী যুক্ত হওয়া সম্ভব।’  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
