| 
			
							
			
			 বিএনপির মনোনয়ন: শিল্পীরা কি পেলেন? 
			
			নতুন সময় প্রতিবেদক 
			
			
			 | 
		
			
			![]() বিএনপির মনোনয়ন: শিল্পীরা কি পেলেন? তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় থাকা নামগুলো সংগীতশিল্পীদের। এর মধ্যে রয়েছেন বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা। আছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলও। আলোচনায় আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, হেলাল খান ও শিবা সানুর নামও শোনা গেছে। এদিকে, নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এবারের তালিকায় শোবিজের কোনও শিল্পীর নাম নেই।  ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পাওয়া বেবী নাজনীন এবার তার আসনে মনোনয়ন পাননি; সেই আসনে এবার মনোনয়ন পেয়েছেন মোঃ আব্দুল গফুর সরকার। সিরাজগঞ্জ-১ আসনে ২০১৮ সালে মনোনয়ন পাওয়া কনকচাঁপা এবার নাম পাননি; প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। একই সিনেমায় মৌসুমি-ফারিয়া-তানিয়া, নায়ক কে?একই সিনেমায় মৌসুমি-ফারিয়া-তানিয়া, নায়ক কে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের সময় মনোনয়ন তালিকায় চূড়ান্ত পরিবর্তন আসতে পারে, তাই এ নিয়ে আলোচনার অবসান হয়নি।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
