| 
			
							
			
			 গাজীপুরের গাছায় যুবক খুন, আহত অপর আরো ১ 
			
			ফাহিম ফরহাদ, গাজীপুর 
			
			
			 | 
		
			
			![]() গাজীপুরের গাছায় যুবক খুন, আহত অপর আরো ১ স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আতাউল্লাহ'র ছেলে আহত জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। সে বাড়ির একটি দোকানে সিগারেটের বিল আনতে গেলে ওই দোকানে বসা অভিযুক্ত রবির সাথে দেখা হয়। তখন অভিযুক্ত রবি চাকু নিয়ে দলবল নিয়ে ঘোরাফেরা করছিল, ভিকটিম জামিল প্রতিবাদ করলে আসামি রবির সাথে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে জামিলের বন্ধু মারুফ এসে প্রতিবাদ করেন। তর্কের জেরে আসামি রবি জামিলকে এবং মারুফকে চাকু দিয়ে পার দেয়। পরে মারুফকে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সে মারা যায়। আহত জামিল বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানা গেছে। সত্যতা নিশ্চিত করে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুনিয়া তারগাছ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলা প্রকৃয়াধীন জানান পুলিশের এই কর্মকর্তা।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
