ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, আটক-১
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 4 November, 2025, 2:25 PM

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, আটক-১

গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, আটক-১

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (৩নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে ৩৭ নং ওয়ার্ডের বেলাল নগর রোডে আক্তারের বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবক আব্দুর রাজ্জাকের পুত্র মারুফ (২২)। আহত যুবক আতাউল্লাহর ছেলে জামিল (২৪)। সে বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জামিল একটি সিগারেট কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি তাঁর বাড়ির সামনের একটি দোকানে সিগারেটের বকেয়া বিল আনতে যান। সেখানে আগে থেকেই এলাকার চিহ্নিত কিশোর গ্যাং সদস্য রবি, রনি, সাগর, সাব্বিরসহ অজ্ঞাতার ৪-৫ জন হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখেন জামিল। জামিল এর প্রতিবাদ করলে রবি’র সাথে তার তর্কাতর্কি শুরু হয়।

তর্কের এক পর্যায়ে জামিলের বন্ধু মারুফ সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। আহত জামিল পুলিশকে জানিয়েছেন যে, অভিযুক্ত রবি, রনি, সাগর, সাব্বিরসহ আরও ৪-৫ জন মিলে এলাকায় একটি কিশোর গ্যাং তৈরি করেছে এবং তারা প্রায় সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা অপকর্মে লিপ্ত। তাদের এই গ্যাংয়ের হাতেই জামিল ও মারুফ হামলার শিকার হন। তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্ত রবি ক্ষিপ্ত হয়ে জামিল ও মারুফ উভয়কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় মারুফকে দ্রুত তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত জামিলকে তাৎক্ষণিকভাবে বড়বাড়ি ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গাজীপুর তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই রবি, রনি, সাগর, সাব্বিরসহ আরো ৮/১০ জনের নেতৃত্বে এই কিশোর গ্যাং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও, যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটলো। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই গ্যাংটি এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

ঘটনার পরপরই গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, "আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আমিও তদন্ত অফিসার সহ ঘটনাস্থলে এসেছি। আহত জামিলের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত রবি, সহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাব্বির নামে একজন গ্রেফতার জানিয়ে বাকি অভিযুক্তদের ধরতে আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"

এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status