| 
			
							
			
			 কক্সবাজার-১ আসনে নির্বাচনে লড়বেন বিএনপি স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  
			
			নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া 
			
			
			 | 
		
			
			![]() কক্সবাজার-১ আসনে নির্বাচনে লড়বেন বিএনপি স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন - মির্জা ফখরুল ইসলাম  আলমগীর। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। চকরিয়া -পেকুয়ার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি এম বাহাদুর শাহ বলেন, চকরিয়া-পেকুয়ার  প্রত্যেক ওয়ার্ড থেকে শুরু করে এক একজন সালাহউদ্দিন আহমদ হয়ে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সকলের সম্মিলিত ভাবে কাজ করার আহবান করেন।  নিজামুল ইসলাম নিজাম পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
