| 
			
							
			
			  মেকানিক্স ২০ বছর পূর্তি উদযাপন 
			
			নতুন সময় প্রতিনিধি 
			
			
			 | 
		
			
			![]() মেকানিক্স ২০ বছর পূর্তি উদযাপন দুই দশকের এই পথচলায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ব্যান্ডটি নতুন গান তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। বছরের শেষে শ্রোতাদের জন্য থাকবে বিশেষ একটি চমকপ্রদ উপহার, জানিয়েছে ব্যান্ডের সদস্যরা। মেকানিক্সের মতে, এই ট্যুর শুধু সংগীত পরিবেশনের আয়োজন নয়, বরং ভক্তদের সঙ্গে বন্ধন আরও গভীর করার একটি উৎসব।                                                                                                         
				
			 | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
