| 
			
							
			
			 গাজীপুরে সড়কের পাশে মিললো যুবকের মরদেহ, উদ্ধার করলো পুলিশ 
			
			নতুন সময় প্রতিনিধি 
			
			
			 | 
		
			
			![]() গাজীপুরে সড়কের পাশে মিললো যুবকের মরদেহ, উদ্ধার করলো পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা তাৎক্ষনিক বিষয়টি পূবাইল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পূবাইল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে ওই থানা পুলিশের সদস্যরা। এ বিষয়ে পূবাইল থানার এস আই নাজমুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।” পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মরদেহ উদ্ধারের পর বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরবর্তীতে মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডি গাজীপুরকে অবহিত করা হবে বলেও জানা গেছে।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
