ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর দ্বিতীয় শাখা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 October, 2025, 6:48 PM

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর দ্বিতীয় শাখা

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর দ্বিতীয় শাখা

বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড ‘হেরিটেজ সুইটস’ এবার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে দ্বিতীয় শাখার উদ্বোধন করেছে।

বসুন্ধরার সি ব্লকে প্রথম আউটলেট চালুর পর থেকেই ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। এবার নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর সম্প্রসারণ করল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে এমিল আহমেদ সোবহান বলেন, হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতোমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় হেরিটেজ সুইটসের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

এ সময় আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের আপ্যায়নের প্রথম ও অন্যতম উপকরণ। হেরিটেজ সুইটস সেই ঐতিহ্যকে আধুনিক রূপে উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বসুন্ধরায় দ্বিতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ ও খাঁটি উপকরণে তৈরি মানসম্মত মিষ্টি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা নতুন এই আউটলেটটি বসুন্ধরার আই ব্লক ও আশপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

ঠিকানা: প্লট নং ১১১৩, রোড-১৭, ব্লক-আই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status