|
এসকিউ লাইটস নেবে প্রাইম ব্যাংকের পে-রোল সেবা
নতুন সময় ডেস্ক
|
![]() এসকিউ লাইটস নেবে প্রাইম ব্যাংকের পে-রোল সেবা চুক্তির আওতায় এসকিউ লাইটসের কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এছাড়া তারা প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন প্রদানসহ কর্পোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যাবে। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এসকিউ লাইটসের চেয়ারম্যান এ.জেড.এম. মনজুরুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেমন: মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মো. এনামুল কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড; মো. রাশাদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন এবং হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং। এছাড়া এসকিউ লাইটস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তিটি কার্যকর হলে এসকিউ লাইটসের কর্মীদের ব্যাংকিং সেবা আরও দ্রুত, সুবিধাজনক এবং স্বয়ংক্রিয় হবে, যা কর্পোরেট পেমেন্ট ও বেতন বিতরণকে সহজতর করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
