|
গ্রামীণ হেলথ টেকের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’
নতুন সময় ডেস্ক
|
![]() গ্রামীণ হেলথ টেকের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’ দিনব্যাপী আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, উদ্যোক্তা, পেশাজীবী ও চেঞ্জমেকার একত্রিত হন। এবারের আয়োজন আগের সব আসরের চেয়ে ছিল আরও বৃহৎ ও প্রাণবন্ত। ২০২৫ সালের সংস্করণে ‘সুখী’, একটি ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, যুক্ত হয় টাইটেল স্পনসর হিসেবে। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহযোগী স্পনসর, মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণ হেলথ টেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়—এটি স্বপ্ন দেখার সাহস এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক ও ওষুধসহ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কেবল হাসপাতালে নয়; এটি গড়ে উঠবে শ্রেণিকক্ষে, স্টার্টআপে, গবেষণাগারে এবং কমিউনিটিতে—আপনাদের হাত ধরেই। অনুষ্ঠানে বক্তারা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগান। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে অনুষ্ঠিত হয় ‘পুশ আপ চ্যালেঞ্জ’-এর প্রাথমিক রাউন্ড। সেখান থেকে বাছাই হওয়া ১৭ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেন। ফাইনালে বিজয়ী অংশগ্রহণকারী “সুখী” এর সৌজন্যে জিতে নেন একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো। অনুষ্ঠানের মূল বক্তাদের মধ্যে ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার) ও শুভাশিস ভৌমিক। এছাড়া মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ ও তাসনিয়া ফারিন। দিনব্যাপী প্রাণবন্ত এই আয়োজনে তরুণদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণ। সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড ‘নেমেসিস’-এর লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে পর্দা নামে ‘রাইজ অ্যাবাভ অল ২০২৫’-এর সফল আয়োজনের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
