|
স্বপ্ন থেকে বাস্তব: সফল উদ্যোক্তা আকিব মুনিরের অনুপ্রেরণার গল্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বপ্ন থেকে বাস্তব: সফল উদ্যোক্তা আকিব মুনিরের অনুপ্রেরণার গল্প আকিব মুনিরের নেতৃত্বে এমজে প্রপার্টিজ অল্প সময়েই দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় একটি বিশ্বস্ত ও স্বচ্ছ ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। তার প্রতিষ্ঠানের মূল দর্শন হলো গ্রাহকের আস্থা অর্জন এবং প্রতিটি লেনদেনে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা। বর্তমানে তিনি একদল মেধাবী তরুণ-তরুণীকে নেতৃত্ব দিচ্ছেন, যাদের লক্ষ্য দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরা। আকিব বলেন, সততা ও ন্যায়ের মাধ্যমে এমজে প্রপার্টিজকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন এই প্রতিষ্ঠান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। ব্যবসায়িক জীবনের শুরুটা ছিল খুব সাধারণ এক জায়গা থেকে—একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করে। হজ, ওমরাহ ও টিকিটিং সেবার মাধ্যমে তিনি প্রথম কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু তাঁর মেধা, অধ্যবসায় এবং সৎ দৃষ্টিভঙ্গি তাঁকে ধীরে ধীরে একজন সফল উদ্যোক্তা ও প্রকল্প উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আকিব মুনিরের বিশেষ দক্ষতা হলো সঠিক বিনিয়োগ ক্ষেত্র নির্ধারণ এবং ক্লায়েন্টদের জন্য নিরাপদ ও লাভজনক রিটার্ন নিশ্চিত করা। তিনি দুবাইয়ের আধুনিক স্থাপত্য ও জীবনযাত্রার মান বজায় রেখে উন্নতমানের আবাসন প্রকল্পে বিনিয়োগে ক্লায়েন্টদের যথাযথ দিকনির্দেশনা দেন। ২০১৪ সালে বাবার মৃত্যুর পর পরিবার ও মায়ের দায়িত্ব নেন তরুণ আকিব। কঠিন সময়েও হাল না ছেড়ে কাজ করে গেছেন নিজের লক্ষ্য অর্জনের পথে। ট্রাভেল ব্যবসায় করোনাকালীন মন্দার সময় জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি পাড়ি জমান দুবাইয়ে। বর্তমানে আকিব রিয়েল এস্টেটের পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিক এবং তিনি তাঁর পরিবারসহ দুবাইয়েই বসবাস করছেন। সততা, নিষ্ঠা ও দূরদর্শী চিন্তাধারায় তিনি এখন তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক ও রোল মডেল। আকিব মুনিরের বাবা ছিলেন খুলনার বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী এডভোকেট কামরুল মুনির—খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক। বাবার পেশাদারিত্ব ও নৈতিকতার শিক্ষা আজও ছায়ার মতো পথ দেখায় আকিবকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
