|
ফটিকছড়িতে নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল বাড়ির পাশের পুকুরে
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() ফটিকছড়িতে নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল বাড়ির পাশের পুকুরে সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির মৃত আবুল বশরের ছেলে। নিহতের ছেলে আরিফ জানান, গতকাল দুপুর হতে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি শরীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। শেষ পর্যন্ত বাড়ির পাশের পুকুরে প্রতিবেশীরা মরদেহ ভাসতে দেখে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পুকুর হতে মরদেহ উদ্ধার করেছে। থানায় কোন অভিযোগ হয়নি। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
