|
সংবাদ প্রকাশের পর পাইকগাছায় প্রকাশ্যে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকনো বন্ধের নির্দেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সংবাদ প্রকাশের পর পাইকগাছায় প্রকাশ্যে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকনো বন্ধের নির্দেশ এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খটি ঘর থেকে নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি তারা বারবার সংশ্লিষ্টদের অবগত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে দৈনিক নতুন সময়ে সংবাদ প্রকাশের পর সন্ধ্যায় এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে- সেলিম নেওয়াজ পূর্বপাড়ার পাইকগাছায় প্রকাশ্যে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোস্থানীয় বাসিন্দাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি খটি ঘর মালিক দেব্রতকে আগামীকাল (২৭ অক্টোবর) থেকে ঐ জায়গায় খটির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জনবসতি এলাকা থেকে খটি সরিয়ে নিরিবিলি কোনো স্থানে স্থানান্তরের পরামর্শ দেন। জনস্বার্থে কামাল আহমেদ সেলিম নেওয়াজের এই দ্রুত ও সাহসী পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
