|
আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’ স্মার্ট লাইফ
নতুন সময় ডেস্ক
|
![]() আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’ স্মার্ট লাইফ নতুন এই আউটলেটটিতে স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাবে এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার, কেটলি, ট্রিমার, শেভার, সোলার ফ্যান, স্মার্ট লাইটসহ নানা ধরনের স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স। এছাড়াও থাকবে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও চার্জিং এক্সেসরিজ যা দৈনন্দিন জীবনকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করবে। আইটেল জানায়, “আইটেল হোম” এমন একটি রিটেইল এক্সপেরিয়েন্স যেখানে ব্র্যান্ডের সব পণ্য থাকবে এক ছাদের নিচে। বর্তমানে দেশে আইটেল-এর ৪৮টি ব্র্যান্ড আউটলেট থাকলেও নতুন এই কনসেপ্ট স্টোরটি হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের লাইফস্টাইল শপ, যেখানে স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট হোম সল্যুশন সবকিছু সহজেই পাওয়া যাবে। উদ্বোধনী দিনে ক্রেতাদের জন্য ছিল বিশেষ ছাড়, লাইভ ডেমো ও প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা যা স্মার্ট পণ্যের ব্যবহারে গ্রাহকদের আরও আস্থাশীল করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম। আইটেল বাংলাদেশের প্রধান শফিউল আলম বলেন, গত ১০ বছরে বাংলাদেশে আমরা মানসম্মত স্মার্টফোন ও ফিচার ফোন সাশ্রয়ী দামে পৌঁছে দিতে সফল হয়েছি। এখন আমরা গ্রাহকদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দিতে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছি। আশাবাদী, বাংলাদেশের মানুষের কাছে স্মার্ট জীবনযাপনের সুবিধা আরও সহজ করে দিতে পারব। আইটেল বিশ্বাস করে, “এনজয় বেটার লাইফ” স্লোগান নিয়ে স্মার্ট প্রযুক্তিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে তারা শুধু প্রযুক্তি ব্র্যান্ড নয় বরং স্মার্ট লাইফস্টাইলের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
