|
শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
|
![]() শ্রীবরদীতে জোরপূর্বক জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় ভুক্তভোগী মোঃ সুরুজ আলী ও তার পরিবার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, মোঃ সুরুজ আলী ক্রয় সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে মিষ্টার ও সেলিম এর নেতৃত্বে অসহায় পরিবারের উপর হামলা ও জোরপূর্বক জমি দখল চালায় এসময় বাধা দিতে গেলে সুরুজ আলী স্ত্রী এলোপাতাড়ি মারধরের সিকার হন ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে বলেন । এ বিষয়ে প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
