ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ: মুফতি ফয়জুল করীম
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Thursday, 23 October, 2025, 7:17 PM

দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ: মুফতি ফয়জুল করীম

দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দুর্বল প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ইউনুস সরকারকে ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে জাতীয় উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ। সমাজে ন্যায়ের আলো ছড়াতে হলে আমাদের কোরআন-সুন্নাহর পথে চলতে হবে। নবীর আদর্শ অনুসরণ করে চলমান দায়িত্ব আলেম ওলামাদের পালন করতে হবে। নবী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।
তিনি বলেন, এবার একটা সুযোগ এসেছে সবাই মিলে একটা ধাক্কা দিলে এবার ইসলামী শক্তি ক্ষমতায় যাওয়া সম্ভব।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সেলিম মাহমুদ। সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হক।

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকা’র পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, লাকসাম মদিনাতুল ইসলামিয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের এবং ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমূখ।

সম্মেলনে বক্তারা ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status