ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষায় মানববন্ধন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 23 October, 2025, 11:54 AM

সাতক্ষীরায়  প্রাণসায়ের খাল রক্ষায় মানববন্ধন

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষায় মানববন্ধন

সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও পানির অধিকার নিশ্চিতকরণে দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা নারগিককমিটি,প্রানসায়ের কমিটি,উত্তরন,সিডো,স্বদেশ এর আয়োজনে আজ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে জেলা নাগরিক কমিটির আহবায়ক এড,আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,স্বদেশের নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত,প্রথম আলোর সাংবাদিক কল্যান ব্যনাজী,এড আবুল কালাম আজাদ,সাবেক পৌর কমিশনার সফিকুদোল্লাহ সাগর, শরিফুল্লাহ কায়শার সুমন, বেলাল হোসেন, আব্দুস সামাদ,প্রমুখ।

বক্তবা বলেন,সাতক্ষীরা মানুষের প্রানের দাবি শোভাবন্ধনকারি এ প্রানসায়েরের প্রানকে ফিরিয়ে আনতে হবে। কোন রকম ময়লা আবর্জনা দেওয়া হবে না। এক সময় সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খাল জেলার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জলাধার। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী ১৮৬০ থেকে ১৮৬৫ সালের দিকে শহরের উন্নয়ন, নৌযান চলাচল এবং কৃষিকাজের সুবিধার্থে এই খালটি খনন করেন। তার নামানুসারেই এর নাম হয় ‘প্রাণসায়ের খাল’। 

একসময় খালটি মরিচ্চাপ নদী থেকে বেতনা নদীর সঙ্গে সংযুক্ত ছিল এবং এটি ছিল নৌযান চলাচল, সেচ ও স্থানীয় বাণিজ্যের প্রধান মাধ্যম। শহরের পানি নিষ্কাশন, কৃষি উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।কিন্তু  এ খলটি আজ মরা খালে পরিণত হয়েছে। এ খালকে বাঁচাতে আমরা আগামীতে  বৃহত্তর  কর্মসূচি ঘোষণা করা হবে। খালের নান্দনিকতা ফিরিয়ে আনতে দুইপাড়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যথাযথ স্থানে ঢাকনাযুক্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status