|
গলাচিপায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গলাচিপায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনীতির কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। গ্রুপিং রাজনীতির শিকার হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গত ২১ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। আদৌ সংখ্যা লঘু পরিবারকে হুমকি ও চাঁদাবাজির সাথে জড়িত নয় তার বাবা। তাই এ মামলার সঠিক তদন্তের দাবি জানান। তিনি আরও বলেন, মামলায় দোষ প্রমাণিত হওয়ার পূর্বে একজন ইউনিয়ন পর্যায়ের যুবদল কর্মীকে কিভাবে মামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যুবদল নেতা কিভাবে বহিষ্কার করে সেটা তার বোধগম্য নয়। একজন ইউনিয়ন পর্যায়ের যুবদল কর্মীকে নিয়মমাফিক উপজেলা পর্যায়ের নেতারা বহিষ্কার করতে পারে। এছাড়া সাংবাদিককে হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেসব সাংবাদিকরা ফেসবুক পেইজে তার বাবাকে জড়িয়ে নিউজ প্রচার করেছে সেখানে তার বাবার সাক্ষাৎকার নেয়া হয়নি। ঐ সাংবাদিকরা ঘটনাস্থলে না এসে প্রকৃত সত্য বাছাই না করে একতরফা নিউজ করেছে যা একজন প্রকৃত সাংবাদিকের কাজ নয়। তারপরও তার বাবা সাংবাদিকদের সাথে যে খারাপ আচরণ করেছেন তার জন্য তার পরিবারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। এসময় এলাকার সাধারণ জনগণসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২১ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার চিকনিকান্দি ইউনিয়ন যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে দল থেকে বহিষ্কার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
