ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল গণ অধিকার পরিষদের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে আলফাডাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শিমুল মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের আন্দোলন চলবে। জাতীয় পার্টি বারবার স্বৈরাচারী শক্তির সহযোগী হিসেবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি।- ভিপি নূরের উপর হামলা শুধু একজন নেতার উপর নয়, এটি গণতন্ত্রের উপর আঘাত। এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা গণধিকার পরিষদের আহব্বায়ক মোঃ শিমুল মোল্লা,ইতালি প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি মনির হাওলাদার, বোয়ালমারী উপজেলা গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, মোঃ রঞ্জু, মোঃ বিল্লাল পারভেজ সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গণঅধিকার পরিষদের দলীয় নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় ভিপি নূরের ওপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে। বিক্ষোভ মিছিলের আলোচনা সভায় দাবি ও ঘোষণা, বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |