জয়পুরহাটে শিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 1:13 PM
দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ সফল হবে আন্দোলন এই স্লোগানকে ধারণ করে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা শাখার সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ (এপিপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন, আইডিইবি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর শাখার আমীর মাওলানা ইমরান হোসেন, শিবিরের সাবেক জেলা সভাপতি সাখাওয়াত সুইট, আমিমুল এহসান আমান, আছাদুল ইসলাম আসাদ এবং শামীম হোসাইন মন্ডল, জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।
এছাড়া শিবিরের জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, মিডিয়া সম্পাদক তারেক ইসলাম, এইচআরডি সম্পাদক মোরশেদুল ইসলাম, স্পোর্টস ও আইন সম্পাদক ইসমাইল হোসেন, এবং ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা দাওয়াত, প্রশিক্ষণ, এবং জ্ঞানের গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান