লালমনিরহাটে কালীগঞ্জের চলবলা ইউনিয়ন বিএনপি'র তৃণমূল যৌথকর্মী সমাবেশ অনুষ্ঠিত
মিজানুর রহমান মিলন , লালমনিরহাট
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 1:18 PM
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে - লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বিএনপি'র তৃণমূল যৌথকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৭টা থেকে উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল এ জনসভাটি অনুষ্ঠিত হয়।
চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক গোলাপ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি'র অন্যতম সদস্য মাসুদ রানার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে- "লালমনিরহাট জেলা বিএনপি'র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, লালমনিরহাট -২ আসনটি লক্ষাধিক ভোটের বিজয় নিয়ে, তারেক রহমানকে উপহার দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের যে উদ্যোগ গ্রহণ করছেন তার বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ বিএনপি'র ৩১ দফার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, লালমনিরহাট-২ আসনের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আগামী দিনে এলাকার মানুষ বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মসনদে বসানোর অধির আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরো বলেন জিয়া পরিবারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল চক্রান্ত রুখে দিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকতে হবে"।
উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক: সামসুজ্জামান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক: সাংবাদিক রেজাউল করিম মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক: রফিকুল ইসালাম, উপজেলা বিএনপি'র সদস্য: মফিজুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব: মমিনুর রহমান মমিন, চলবলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব: মোসলে উদ্দিন লিটন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক: মতিনুর রহমান মতিন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইদ্রিস আলী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি: আরিফুল ইসলাম সোহাগ সহ কালীগঞ্জ উপজেলা ও চলবলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।