ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম
নতুন সময় ডেস্ক
|
চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ বুধবার নগরীর টাইগারপাস এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে হাসনাত আবদুল্লাহ ও সারজিত আলমসহ হাজারো ছাত্র জনতা অংশ নিয়েছেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে ইসকন। আমরা দেখেছি ৫ আগস্ট দাড়িওয়ালা-টুপিওয়ালারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তবুও উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ভারতে বসেই স্বৈরাচার হাসিনা যত ষড়যন্ত্র করুন না কেন, আমরা রুখে দিব। বাংলাদেশে সকল ধর্মের সহবস্থান থাকবে। ধর্মের নামে উগ্রবাদী এখানে ঠাঁই নেই। ইসকনের বর্বরতা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।’ এদিকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে সারজিত আলম বলেন, ‘তাদের কর্মকাণ্ড আমাদের হতবাক করেছে। এই দেশের সাধারণ সনাতনী ভাইয়েরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু স্বৈরাচার হাসিনার দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বেঁচে থাকতে তা হতে দিব না। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |