গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের স্মরণ সভা অনুষ্ঠিত
জাহিদ খান, নাগেশ্বরী
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 4:22 PM
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই আগষ্ট ছাত্র- জনতার গণ অভ্যুত্থাননে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জবনাব সিব্বির আহমেদ। স্মরণ সভার শুরুতে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের শহিদ দের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অত্র স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,প্রাণী সম্পদ কর্মকতা ড: মো: শহিদুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান মিজান,উপজেলা বি এন পি র সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা,জামায়াতে ইসলামী নাগেশ্বরী র আমীর মাওলানা মো: আব্দুল মান্নান,বি এন পি র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অত্র উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, প্রেস ক্লাব নাগেশ্বরী এর সভাপতি মো: রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা বে- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মো: জাহিদুল ইসলাম খান,নাগেশ্বরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম (শফি) ও আজকের এই দিবস যাদের আত্মত্যাগের জন্য উদযাপিত হচ্ছে সেই জুলাই- আগষ্ট ছাত্র -জনতার গণ অভ্যুত্থান এ শহিদ মো: রাশেদুল ইসলাম (রাশেদ) এর বাবা বাচ্চু মিয়া ও শহিদ গোলাম রব্বানী বাবা মো: সাইদুর রহমান সহ আহত আন্দোলন কারী দের পরিবারের সদস্যবৃন্দ।
স্মরণ সভায় সূচনা বক্তব্য প্রদান করেন নাগেশ্বরী উপজেলার ছাত্র সমন্বয়ক রাকীবুল ইসলাম (রাকীব),মো: বরাতুল ইসলাম (স্মরণ)
উপস্থিত বক্তাগণ, সারা দেশের শহিদদের স্মরণ,আহতদের প্রতি সমবেদনা সহ তাদের আত্মত্যাগের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য যেনো দেশের সর্বস্তরে বাস্তবায়িত হয় সে আশাবাদ ব্যক্ত করেন।
স্মরণ সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।