নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে নোয়াখালী উপ কর কমিশনারের কার্যালয় ও কর অঞ্চল-কুমিল্লার আয়োজনে নোয়াখালী কর পরিদর্শক জুবাইয়ের ইসলামের সঞ্চালনায় নোয়াখালী কর অঞ্চল-কুমিল্লার উপ কর-কমিশনার এনামুল হাছান-আল-নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের কর কমিশনার শেখ মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, কর অঞ্চল-কুমিল্লার পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, কর অঞ্চল-কুমিল্লার পরিদর্শী রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ এনামুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে কর্মরতদের বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে সনদও পাওয়া যাবে। তাছাড়া, অনলাইনে রিটার্ন দিলে রাত দিন ২৪ ঘন্টায় যেকোন সময়ে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যায়। ফলে, কাউকেই আয়কর অফিসে উপস্থিত হয়ে রিটার্ন দাখিলে সময় ব্যয় করতে হচ্ছে না।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।