ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
চাঁপাইনবাবগঞ্জে ঋতুর শুরুতেই শীতের আগমনী বার্তা
রিপন আলী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 6 November, 2024, 5:58 PM

চাঁপাইনবাবগঞ্জে ঋতুর শুরুতেই শীতের আগমনী বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ঋতুর শুরুতেই শীতের আগমনী বার্তা

চাঁপাইনবাবগঞ্জে এখন প্রতি ভোরেই জমছে কুয়াশা। দিনে গরম থাকলেও রাতে বোঝা যাচ্ছে শীতের হালকা আমেজ । ভোরে হালকা কুয়াশার মনোরম পরিবেশ উপভোগ করছেন বিভিন্ন শ্রেণির মানুষ। কৃষক ছুটছে ফসলের মাঠে। 

নভেম্বরের শেষের দিকে শীতের আগমন ঘটলেও উত্তরের জেলা গুলোতে অক্টোবর মাসের শেষের দিকে দেখা দিয়েছে শীতের আগমনী আমেজ।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এখন হালকা হলেও নভেম্বরের শেষ থেকেই তীব্র হবে শীত। আর ঋতু পরিবর্তনের এই সময় নানা রোগবালাই থেকে সাবধান থাকতে বলছেন চিকিৎসকেরা।

প্রতিটা দিন ঝলমলে রৌদ্রোজ্জ্বল হলেও চাঁপাইনবাবগঞ্জে নেই তেমন কোন গরমের তীব্রতা। তাপমাত্রা কমে এখন আবহাওয়া বেশ আরামদায়ক। ভোরের দিকে ঘর থেকে বের হতেই দেখা যায়, প্রতিটি প্রান্তর কুয়াশায় মোড়া।

সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে উঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নতুনভাবে সজাগ হচ্ছে। নদীর ধারে কিংবা কিছু জায়গায় কৃষকরা মাঠে কাজ করতে যাচ্ছেন। কুয়াশার মধ্যে আমণ ধান কাটার দৃশ্য চমৎকার। 

জেলা শহরের কালেক্টর শিশু পার্ক এলাকায় কয়েক দিন আগেও যেখানে ভোরের হাঁটাহাঁটিতে ঘেমে উঠতে হতো সেখানে এখন হালকা হিমেল হাওয়া উপভোগ করেন সবাই।

জেলার বিভিন্ন জনপদের বাসিন্দারা বলছেন, কুয়াশা দেখা গেছে। তবে গরম এখনো কিছুটা আছে । এখনো মাঝে মধ্যে ফ্যান চালাতে হচ্ছে। তবে কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে।  শেষ রাতের দিকে শীতের আমেজ বেশ অনুভব করা যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এসময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ২৪/২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। নভেম্বরের শেষ দিক থেকে বোঝা যাবে শীতের তীব্রতা।

ঋতু পরিবর্তনের সময়ে শুরুতে নানা রোগের সংক্রমণ হতে পারে জানানোর পাশাপাশি চিকিৎসকেরা নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সুস্বাদু হলেও খেজুরের রস পানে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status